E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেবো না’

২০২৪ মে ২৬ ১৬:৩০:১৮
‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেবো না’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাউকে ছাড় দেবো না। আমরা কাউকে চিনি না। আমরা চিনি সুষ্ঠু নির্বাচন। আর কেউ যদি সুষ্ঠু নির্বাচনে ব্যতিক্রম ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি কোন সাংসদ বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনকে দুর্বল ভেবে কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

শনিবার (২৫ মে) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ও নির্বাচন কার্যালয়ের বাস্তবায়নে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসারগণ উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/মে ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test