E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভারতে যাওয়ার সময় বেনাপোলে শিশুসহ আটক ১০

২০১৪ নভেম্বর ২৪ ১১:০৯:৪৩
ভারতে যাওয়ার সময় বেনাপোলে শিশুসহ আটক ১০

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় রবিবার সন্ধ্যায় শিশুসহ ১০ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে কোনো দালালকে আটক করতে পারেননি তারা।

আটক হয়েছেন- নড়াইলের নহর বিশ্বাসের মেয়ে নাসরিন বিশ্বাস (২৫), যশোরের গৌতমের স্ত্রী তপতি বিশ্বাস (৩৫) ও শিশু রাজেশ (১০), পিরোজপুরের ওসমান মুন্সীর ছেলে মোহাম্মদ আলী (১৯), নোয়াখালীর ইসহাকের ছেলে মহিন (২০), মাদারীপুরের নাদিম হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২), নওগাঁর আনসারের ছেলে হাফিজুর রহমান (২৬), শেরপুরের শফিউদ্দিনের ছেলে আনসার (২৮), রাজবাড়ীর মোজাহার শেখের ছেলে ইসরাফিল শেখ (২৭) এবং শরীয়তপুরের আব্দুল মজিদের ছেলে পলাশ (১৯)।

খুলনা ২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শামছুর রহমান জানান, পুটখালী সীমান্তে পাচারকারীরা একদল নারী-পুরুষকে অবৈধ পথে ভারতে নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাচারকারী দালালচক্র বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে পুলিশ তাদের যশোর আদালতে পাঠাবে বলে থানার এসআই দীন মোহাম্মদ জানান।

(ওএস/এইচআর/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test