E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় কলেজ থিয়েটারের দিনব্যাপি নবান্ন উৎসব

২০১৪ নভেম্বর ২৬ ২২:৩০:৩৩
বগুড়ায় কলেজ থিয়েটারের দিনব্যাপি নবান্ন উৎসব

বগুড়া প্রতিনিধি: বুধবার সরকারী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কলেজ থিয়েটারের উদ্যোগে নবান্ন উৎসব উপলক্ষে দিন ব্যাপি কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১ টায় নানা আয়োজনে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস উল আলম জয়

নবান্ন উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আমজাদ হোসেন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আহসানুল হক মিনু।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক সংস্কৃতজন তৌফিক হাসান ময়না, সমিমিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া মিউজিক এসোসিয়েশন সভাপতি আতিকুর রহমান মিঠু, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান রোটা: মোস্তাফিজার রহমান, নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব সরদার হামিদ।

অনুষ্ঠানে আনন্দ র‌্যালী, আলোচনা সভা, নবান্নের গান, আবৃত্তি, নৃত্য এবং নাটক মঞ্চস্থ হয়।





(এমএএইচপি/এসসি/নভেম্বর২৬,২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test