E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে মহিলা পরিষদের সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

২০১৪ মে ০৩ ১৮:২২:৫৮
দিনাজপুরে মহিলা পরিষদের সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার বেশি সত্য আমরা বাঙ্গালী। এটি কোন আদর্শের কথা নয়, এটি একটা বাস্তব কথা।

৩০ লক্ষ শহীদের আত্মদানের মাধ্যমে অর্জিত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সবার। একটি গোষ্টীর সংকীর্ণ স্বার্থের কারণে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিসর্জন দিতে পারি না।
শনিবার এফপিএবি মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত “সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একথা বলেন।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্র কমিটির আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আক্তার, এ্যাডভোকেসী ডিরেক্টর জনা গোস্বামী, ব্র্যাকের জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভারসিটি কমিউনিকেশন ম্যানেজার চিররঞ্জন। প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক জেলা প্রতিনিধি মহসিন আলী, স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মারুফা বেগম। মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, জিনাত রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, ব্লাস্টের সমন্বয়কারী এ্যাড. সিরাজুম মুনিরা, অধ্যাপক আব্দূল জলিল আহমেদ, সিপিবি’র জেলা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, বঙ্গবন্ধু পরিষদের শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী নুরল মতিন সৈকত, যুব মহিলা লীগের ছবি সিনহা, সাংস্কৃতিক কর্মী তারেকুজ্জামান তারেক, মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, এ্যাড. নাসিমা আক্তার, শিক্ষক পরিমল চক্রবর্তী তপন, নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান, রবিউল আউয়াল খোকা, জেসমিন আরা জোসনা এবং আবুল কালাম আজাদ।

(এটি/এলএস/মে ০৩,২০১৪)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test