E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বোঝে না সে বোঝে না দেখা নিয়ে দম্পতির সংঘর্ষ

২০১৪ ডিসেম্বর ০৭ ০৯:২৭:০৬
বোঝে না সে বোঝে না দেখা নিয়ে দম্পতির সংঘর্ষ

যশোর প্রতিনিধি : যশোরের বেলতলা এলাকায় ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজনই আহত হয়েছেন। আহত স্বামী আব্দুর রহমান ও তার স্ত্রী লিপি বেগমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মারামারির সময় তারা টেলিভিশন ও ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসাধীন ওই দম্পতির শরীরে কাঁচবিদ্ধ হয়েছে। এদের মধ্যে আব্দুর রহমানের মাথায় আঘাত লেগেছে। তবে দুজনেই শঙ্কামুক্ত বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রওশন আলীর ছেলে আব্দুর রহমান স্ত্রী লিপিকে নিয়ে বেলতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

ব্যাটারি চালিত ইজিবাইক চালক আব্দুর রহমান শনিবার দুপুরে কাজ শেষে বাসায় ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন। এসময় তার স্ত্রী স্টার জলসা চ্যানেলে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়াল দেখছিলেন।

লিপি এসময় তার স্বামীকে জানান যে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত তিনি ভাত দিতে পারবেন না। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা একে অপরকে আঘাত করতে থাকেন এবং টিভি-ফ্রিজ ও ঘরের অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। এতে উভয়ের শরীরে কাঁচের টুকরো বিদ্ধ হয়ে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৭, ২০১৪ )

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test