E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুর মহানগর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০১৪ ডিসেম্বর ১১ ২০:১৯:০২
গাজীপুর মহানগর কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশে খাদ্য ঘাটতি ছিল ৪০ লাখ মেট্রিক টন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ৫ বছরে দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি ক্ষমতায় আসলে ২০০৮ সাল পর্যন্ত ৭ বছরে দেশে পুনরায় ৩০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি হয়। যেখানে বিএনপি আমলে ৩ হাজার ২শ মেগাওয়াট বিদুৎ ছিল সেখান থেকে আওয়ামী লীগ ৬ বছরে  বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নিত করেছে।

মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষকলীগ গাজীপুর মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এ সরকারের আমলে মানুষের গড় আয়ু বেড়েছে, শিক্ষার উন্নতি হয়েছে, মাতৃমৃত্যুর হার কমেছে। ৫ বছরে সারের দমে ৪ বার কমিয়েছে। জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোঃ আখতারউজ্জামান, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আব্দুল কাদির মন্ডল প্রমুখ। পরে মোঃ হেলাল উদ্দিনকে সভাপতি ও হাজী আব্দুল কাদির মন্ডলকে সাধারণ সম্পাদক করে কৃষকলীগ গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়।

(এসএএস/পি/ডিসেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test