E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ট্রাক-নসিমন মুখোমুখি, নিহত ৩

২০১৪ ডিসেম্বর ১২ ১২:৫৭:১৬
ট্রাক-নসিমন মুখোমুখি, নিহত ৩

যশোর প্রতিনিধি : যশোর-চৌগাছা সড়কের আবদুলপুর বাজারে শুক্রবার ট্রাক ও নসিমন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিক্যাল এডুকেশন বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে সাতজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার জানান, বেলা ১১টার দিকে চৌগাছার ষোলুয়া বাজার থেকে যাত্রী নিয়ে যশোরে যাচ্ছিল নসিমনটি। পথে পুলতাডাঙায় চ‍ুরামণকাঠি থেকে আসা বিপরীতমুখী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আবু হানিফের বাড়ি টাঙ্গাইলে। নিহত অন্য দুজন হলেন- চৌগাছা উপজেলার শলুয়া গ্রামের মাওলানা হাবিবুর রহমান বুলবুলির স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে আনিসুর রহমান (২৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে সাতজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতয়ালী থানার ওসি ইনামুল হক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলেও জানান।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test