E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ সন্ত্রাসী আটক

২০১৪ ডিসেম্বর ১৪ ১৩:২৫:০১
অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ সন্ত্রাসী আটক

যশোর প্রতিনিধি : অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ যশোরে মনিরুল ইসলাম মুন্সি (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শনিবার গভীররাতে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম মুন্সি ওরফে মনির মুন্সি নড়াইল জেলার নড়াগাতি এলাকার পুটিমারি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুলকে আটকের পর তার দেহতল্লাশি করে একটি রিভলবাল, দুই রাউন্ড গুলি, ১২৩০ ইউএস (আমেরিকা) ডলার, ১০ হাজার ভারতীয় রূপি, ১০০ কুয়েতির দিনার, ১৭০ সৌদি রিয়েল ও ১৫ মালেয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার জহুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের পৃথক ধারায় মামলা হয়েছে।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test