E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

হেফাজতের গণমিছিল বিকেলে

২০১৪ মে ০৫ ১৪:৩৫:২৪
হেফাজতের গণমিছিল বিকেলে

স্টাফ রিপোর্টার : রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘হতাহতদের’ স্মরণে এবং ১৩ দফা দাবির সমর্থনে হেফাজতে ইসলাম ‘কালেমা খচিত পতাকা হাতে গণমিছিল’ বের করবে আজ সোমবার বিকেলে।

‘অপারেশন শাপলা’র একবছর পূর্তি উপলক্ষে এ গণমিছিল করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। জানা গিয়েছে শাপলা চত্বর থেকে এ মিছিল শুরু করবে হেফাজতে ইসলামের কর্মীরা। শাপলা চত্বরের গণমিছিলের নেতৃত্ব দেবেন হেফাজতের নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদ উল্লাহ আশরাফ।

ঢাকা ছাড়াও ৫ মে স্মরণে চট্টগ্রামের হাটহাজারী কলেজ ময়দানে ইসলামী মহাসম্মেলনসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল কর্মসূচি পালন করা হবে। হাটহাজারী কলেজ মাঠের সমাবেশে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিত থাকার কথা রয়েছে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এসব কর্মসূচির কথা জানান।

নাস্তিক মুরতাদদের মৃত্যুদ-ের আইন প্রণয়নসহ ১৩ দফা দাবির সমর্থনে গত বছরের ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি আহ্বান করে হেফাজতে ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে সেদিন দুপুরে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ চলাকালে মতিঝিল থেকে পুরানা পল্টন ও বায়তুল মোকাররম পর্যন্ত বিশাল এলাকাজুড়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আজ সোমবার কালেমা খচিত পতাকা হাতে গণমিছিলের জন্য ইতোমধ্যে ডিএমপির কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে।

(ওএস/এটি/মে ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test