E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রণবানন্দজী মহারাজের ১২০তম জন্মোৎসবে ভক্তের ঢল

২০১৫ জানুয়ারি ০৯ ১৭:১৭:০৪
প্রণবানন্দজী মহারাজের ১২০তম জন্মোৎসবে ভক্তের ঢল

নওগাঁ প্রতিনিধি : শ্রী প্রণব মঠ নওগাঁ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২০ তম জন্মোৎসব উপলক্ষ্যে ৩ দিনব্যাপী বার্ষিক উৎসবের শেষ হলো শুক্রবার। এই উৎসবকে ঘিরে এদিন সেবাশ্রম চত্বরে নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুন-তরুনী হাজার হাজার ভক্তের ঢল নামে।

অনুষ্ঠানের শেষদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় সেবাশ্রম সংঘ থেকে স্মরনকালের বিশাল এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের উত্তরে উকিলপাড়া থেকে দক্ষিনে কালিতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের আশ্রমে গিয়ে সমবেত হয়। সেখানে ভজন সংগীত, হরিনাম সংকীর্তন, অভিষেক, অন্নকুট ভোগ, গুরুপূজা, শিবপূজা ও কৃষ্ণপূজার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে বৈদিক শান্তি যজ্ঞানুষ্ঠান ও আচার্যদেবের দোলন উৎসব পালন করা হয়।

সেখানে অনুষ্ঠিত হিন্দু ধর্ম আলোচনাসভায় অংশ নেন, স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ, স্বামী সঙ্গীতানন্দ, স্বামী মহিমানন্দ, জগদীশ চন্দ্র রায়, অধ্যাপক প্রনব রঞ্জন বসাক, সত্যেন্দ্র নাথ, খগেন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, রিক্তা রানী, সতীরানী বসাক, রুনু কুন্ডু, শুভ্রা বসাক, প্রেমা বসাক, তারা রানী, সুচিত্রা রানী, পুতুল রানী প্রমুখ। এই উৎসবকে ঘিরে আশ্রমের সামনে রাস্তার দু’পাশে মেলা বসে। মেলায় হরেক রকম খাবারের সামগ্রী ছাড়াও নানা রকম প্রসাধনী ও শিশুদের আকর্ষণীয় খেলনার দোকান বসে।

(বিএম/এএস/জানুয়ারি ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test