E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

রায়পুরে গাড়ী ভাংচুর ও ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ আটক ৩

২০১৫ জানুয়ারি ১১ ১৬:২০:৫১
রায়পুরে গাড়ী ভাংচুর ও ডাকাতির চেষ্টায় অস্ত্রসহ আটক ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৬টি মালবাহী  কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল ভাংচুর ও সড়কে ডাকাতি চেষ্টার ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ মোটরসাইকেল, ইউএসএ ৩ রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত দুইটায় পানপাড়া সড়কের জোরপোল নামক স্থানে। এঘটনায় এসআই জহির ও এসআই আবুল বাসার বাদি হয়ে আটক ৩ জনসহ ৩২ জনের নামে পৃথক দুটি মামলা করেন। রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন কেরোয়া গ্রামের মৃত ছফি উল্যার ছেলে পুর্ব কেরোয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মোক্তার হোসেন (৪২), নরসিংদির রায়পুরা উপজেলার চান্দের কান্দি গ্রামের শহীদ উল্যার ছেলে রায়পুর শহরের মেসার্স রাফিন ইলেকট্রনিক্সের মালিক জামাল হোসেনের ছোটভাই শাহরিয়ার খান (৩২) ও ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের (চিত্ত ডাক্তারের বাড়ির) মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে ও রায়পুর শহরের ষ্টার সেলুনের মালিক দিপঙ্কর চন্দ্র শীল (২৮)।

পুলিশ জানান, শনিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ৬টি মালবাহী কাভার্টভ্যান ও এক মোটরসাইকেল আরোহী রায়পুরের লেংড়া বাজার নামক স্থানে পৌছলে অজ্ঞাত ব্যাক্তিরা তা ভাংচুর চালিয়ে ডাকাতির চেষ্টা করে। এসময় পুলিশ দেখে তারা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টায় মাদ্রাসা শিক্ষক মোক্তার হোসেনকে তার বাড়ি থেকে এবং রাত ২টার দিকে মোটরসাইকেল আরোহী শাহরিয়ার ও দিপঙ্করকে জোড়পোল নামক স্থান থেকে ইউএসএ’র তৈরি ৩ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ আটক করা হয়। এঘটনায় রবিবার সকালে এসআই জহির হোসেন বাদি হয়ে ১৫ জনের নাম ইল্লেখ করে অজ্ঞাত আরো পনের জনের নামে গাড়ী ভাংচুর ও ডাকাতির চেষ্টার মামলা এবং এসআই আবুল বাসার বাদি হয়ে শাহরিয়ার খান ও দিপঙ্করকে আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

রায়পুর থানার এসআই আবুল বাসার বলেন, গাড়ী ভাংচুর ও ডাকাতির চেষ্টা ও অস্ত্র মামলায় আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(পিকেআর/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test