E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে আ’লীগ কার্যালয়ে আগুন, সরকারি কলেজে তালা

২০১৫ জানুয়ারি ১১ ১৯:০০:৪৪
লক্ষ্মীপুরে আ’লীগ কার্যালয়ে আগুন, সরকারি কলেজে তালা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের গ্রুপ স্বশস্ত্র মহড়া নিয়ে আজ রবিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে তালা দেয়। পরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে তারা লক্ষ্মীপুর-বেগমগঞ্জ-ঢাকা মহাসড়কের মাদাম এলাকায় সড়ক অবরোধ করে এবং আগামীকাল সোমবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন পদবঞ্চিতরা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নতুন কমিটি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলকে সভাপতি ও রাকিব হোসেন লোটাসকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা দেয়।

এ কমিটি গঠনের জের ধরে, দুপুরে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলমের নেতৃত্বে তার গ্রুপ লক্ষ্মীপুর শহরে স্বশস্ত্র মহড়া দিয়ে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে তালা লাগিয়ে দেয়। পরে মাদাম এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে ওই এলাকায় সড়ক অবরোধ করে কমিটি বাতিলের দাবি জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা আশরাফ নব গঠিত কমিটি বাতিলের দাবিতে তার সহযোগীদের নিয়ে শহরে স্বশস্ত্র মিছিল বের করে। পরে শহরের মাদাম এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের নেতৃত্বে আরেকটি মিছিল শহর ঘুরে লক্ষ্মীপুর সরকারি কলেজে অবস্থান নিয়েছে। ছাত্রলীগের দুই অংশের পাল্টাপাল্টি মিছিলের কারণে শহরে উত্তেজনা বিরাজ করছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সালাহ উদ্দিন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ঘন্টা চেষ্টা করে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে তারা লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রশাসনিক ভবনে এবং কলেজের দুইটি গেটে তালা ঝুলিয়ে দেয়।


এ ব্যাপারে সাধারণ সম্পাদক প্রার্থী আশরাফুল আলম বলেন, যাদেরকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেয়া হয়েছে তারা ঢাকা শহরে পড়ালেখা করে। অবিলম্বে এ কমিটি বাতিল করে পুনরায় কমিটি দেয়ার দাবি জানান পদবঞ্চিত ছাত্রলীগ নেতা।

এব্যাপারে জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী ছিলো। পদ বঞ্চিতরা ক্ষিপ্ত হয়ে কিছু বিশৃঙ্খলা সৃষ্টির পায়ঁতারা করছে। এ ব্যপারে ছাত্রলীগ নেতাদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।


লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমআরএস/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test