E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০, আটক ৪

২০১৫ জানুয়ারি ১৮ ১৫:৪৯:৩৭
বরিশালে ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০, আটক ৪

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রবিবার দক্ষিণাঞ্চলের ছয় জেলায় ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সকালে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় বিএনপির মিছিলে পুলিশ বাঁধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। এছাড়া হরতালের সমর্থনে নগরীর সিএ্যান্ডবি রোড এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে বরিশাল সিটি কর্পোরেশনের ৩নং প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর তাসলিমা কালাম পলি ও তার স্বামী আবুল কালামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

এরপূর্বে শনিবার দিবাগত রাত দশটার দিকে নগরীর নৌ-বন্দরে পুলিশের আটকৃত পারাবত-৯ লঞ্চে অগ্নিসংযোগ করেছে হরতাল ও অবরোধকারীরা। খবর পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার পর নৌ-বন্দরে পুলিশ পাহাড়া জোরদার করা হয়েছে। সূত্র মতে, গত ১৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সুন্দরবন-৮ লঞ্চের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনার পর পারাবত-৯ লঞ্চটি বরিশাল নৌ-বন্দরে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ। লঞ্চটি সেই থেকে নৌ-বন্দরেই ছিলো।

(টিবি/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test