E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মণিরামপুরে পেট্রোল বোমা  নিক্ষেপ করতে গিয়ে নিহত ২

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১১:৫৯:২৯
মণিরামপুরে পেট্রোল বোমা  নিক্ষেপ করতে গিয়ে নিহত ২

স্টাফ রিপোর্টার :মঙ্গলবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের মণিরামপুরের কুয়াদা এলাকার ব্যাগারিতলায়  পেট্রোল বোমা নিক্ষেপ করতে গিয়ে ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছেন।

এরা হলেন উপজেলার দূর্গাপুর গ্রামের লিটন ও তাহেরপুর গ্রামের ইউসুফ।


এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি পেট্রোল বোমা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, ভোর সোয়া ৩টার দিকে ব্যাগারিতলা এলাকায় দুই যুবক মোটরসাইকেলে করে এসে ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিতিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দু’টি পেট্রোল বোমা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার দিনগত রাত ৯টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে মাছবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে হরতাল সমর্থকরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভায়।

(ওএস/এসসি/ফেব্রুয়ারি০৩,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test