E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

অচিন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৭:২৬:৪৩
অচিন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

দিনাজপুর  প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশী কৃষকের লাশ ফেরত দিয়েছে সে দেশের পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় ভারতীয় পুলিশ বিরামপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চাপড়া গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপন করছিলো। এসময় মহিলা তাদের জন্য নাস্তা নিয়ে গেলে সীমান্তের ২৯৫ মেইন পিলারের পাশদিয়ে কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশ অভ্যন্তরে মহিলাদের শাররীকভাবে নির্যাতন শুরু করে। এর প্রতিবাদ জানাতে গেল বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে চাপড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নজরুল ইসলাম (৩৫) বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ সদস্যরা নিহত নজরুলের লাশ টেনে হেঁচড়ে ভারতীয় সীমানায় নিয়ে যায়।

ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪ টায় সীমান্তের ২৯৫ মেইন পিলারের এলাকা দিয়ে ভারত হিলি থানার পুলিশ বিরামপুর থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করেছে।
এ সময় দু’দেশের পুলিশ এবং বিজিবি, বিএসএফ উপস্থিত ছিলেন।
(এটি/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test