E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যাত্রাবাড়ীতে নিহত যুবকই আগৈলঝাড়ায় ‘বোমা রাসেল’

২০১৫ ফেব্রুয়ারি ১০ ১৫:২১:১১
যাত্রাবাড়ীতে নিহত যুবকই আগৈলঝাড়ায় ‘বোমা রাসেল’

বরিশাল প্রতিনিধি :  যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের আ. রব সরদারের ছেলে রাসেল সরদার (২৫)। স্থানীয়ভাবে জানাযা শেষে রাসেলের লাশ দাফন করা হয়েছে।

নিহত রাসেলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর পূর্বে রাসেলের বাবা বাগধা এলাকায় বসবাস শুরু করে। রাসেল গ্রামে বসবাস না করে নারায়ণগঞ্জের পাগলার ভবের বাজার এলাকায় স্ত্রী শেফালী বেগমকে নিয়ে বসবাস করত। বাড়ির সাথে যোগায়োগ প্রায় বিচ্ছিন্ন ছিল তার। সেখানে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মাঝে মধ্যে কাজ করত রাসেল। গত বৃহস্পতিবার বাড়ির উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর তার আর খোঁজ মেলেনি। সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে মর্গে গিয়ে রাসেলের বড় ভাই আকাশ রাসেলের লাশ শনাক্ত করেন।
সোমবার রাত তিনটার দিকে রাসেলের লাশ গ্রামের বাড়ি বাগধায় পৌছায়। গতকাল মঙ্গলবার সাড়ে দশটায় স্থানীয় কল্লোল তরুন সংঘ মাঠে নিহত রাসেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নিহত রাসেলের ভাই ঢাকার একটি মাদ্রাসার ছাত্র বাদল সরদার।
তবে গ্রামের লোকজন তাকে তেমন না চিনলেও পাগলা এলাকার লোককজন তাকে মুর্তিমান বোমাবাজ রাসেল নামেই চিনত। সে ওই এলাকায় শিবিরের সক্রিয় কর্মী ছিল। টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে বোমা মারাই তার কাজ ছিল বলে জানিয়েছে সেখানকার পুলিশ।
পুলিশ এবং পাগলা এলাকার বাসিন্দারা জানান, বন্দুকযুদ্ধে নিহত রাসেল অনেক দিন ধরেই বোমাবাজির সঙ্গে জড়িত। এর আগেও অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল। এজন্য কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ে জেলও খেটেছে সে। দিনে মোবাইলের দোকানে আড্ডা আর রাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেই গ্রামের রাসেল ‘বোমা রাসেল’ নামে পরিচিতি পেয়েছে পাগলা এলাকায়।
রাসেলের ব্যপারে পাগলা এলাকার বাসিন্দা আনিছ মিয়া বলেন, কয়েক দিন আগে এলাকার লোকজন তার বোমা মারার একটি দৃশ্য দেখে ফেলে র‌্যাব ও পুলিশকে তথ্য দেয়। সম্ভবত ওই অভিযোগে বৃহস্পতিবার পুলিশ রাসেলকে ধরে নিয়েযায়। তিনি আরও বলেন, ওর শাস্তি হয়েছে, ভাল হয়েছে। ও অনেক লোককে বোমা মেরে মেরে ফেলেছে।’
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর কর বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইলে রোববার রাতে গোয়েন্দা পুলিশের দল ডিউটিরত থাকা অবস্থায় তাদের উপর বোমা হামলা চালায় রাসেল। এসময় আইন শৃংখলা বাহিনী আত্ম রক্ষার্থে গুলি চালালে রাসেল গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(টিবি/পিবি/ফেব্রুয়ারি ১০,২০১৫)


পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test