E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ১৭কোটি টাকার জাল জব্দ

২০১৫ ফেব্রুয়ারি ১০ ১৬:৫২:০৯
বরিশালে ১৭কোটি টাকার জাল জব্দ

বরিশাল প্রতিনিধি : জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১৭ কোটি টাকা মূল্যের সরকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোষ্টগার্ডের সদস্যরা। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ডের বরিশাল অফিসের কন্টিজেন কমান্ডার মোঃ আমিনুল হক জানান, নগরী সংলগ্ন কীর্তনখোলা, মেহেন্দীগঞ্জের তেঁতুলিয়া ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৫০হাজার টাকা মূল্যের একটি বেহন্দী জাল, সাড়ে চার কোটি টাকা মূল্যের দেড় লাখ মিটার চরঘেরা জাল ও ১২ কোটি টাকা মূল্যের সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান জানান, জব্দকৃত জালগুলো মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।

(টিবি/পিবি/ফেব্রুয়ারি ১০,২০১৫)

(কেএএইচ/পিবি/ফেব্রুয়ারি ১০,২০১৫)
(কেএএইচ/পিবি/ফেব্রুয়ারি ১০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test