E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৯:১৪
মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কামারখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার দুপুরে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবোঝাই বাস ও মাওয়াগামী প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেট কারআরোহী রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪২) ও কারচালক আব্দুস সালাম (৪০) ।

আহতরা হলেন নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন (৩৮), ছেলে মো. রাতুল (৮) ও ভাগ্নে মো. আসলাম (৩৫)। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কর্মস্থল থেকে প্রাইভেট কারে সপরিবারে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কনস্টেবল রাজ্জাক। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময়কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।

রবিবার দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য নিহত দুইজনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শ্রীনগরের হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test