E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নলডাঙ্গায় খাস পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২২

২০১৫ মার্চ ০৫ ১৪:৩৮:৫০
নলডাঙ্গায় খাস পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২২

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় একটি খাস পুকুর নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে। এসময় ৫টি বাড়ি ভাংচুর করা হয়। বুধবার উপজেলার খাজুরা ভাটপাড়া গ্রামে এই সংর্ঘষ ও  লুটপাটের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খাজুরা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি খাস পুকুর পাড়ে ১১০ জন ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে বসতি স্থাপন ও পুকুর (অর্পিত সম্পত্তি) ভোগ দখল করে আসছে। কিন্তু ওই গ্রামের ফরজ আলী শেখও পুকুরটি তাদের বলে দাবি করে আসছিল। এনিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সকেদ আলীসহ ভূমিহীনদের সাথে বিরোধ চলছে। আদালতে এ নিয়ে মামলাও বিচারাধীন রয়েছে।

এদিকে বুধবার সকালে ফরজ আলীর ছেলে শহিদুল ইসলামসহ কয়েকজন ওই পুকুরে মাছ ছাড়তে গেলে ভূমিহীনরা বাধা দেয়। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শহিদুলকে মারপিট করে। এনিয়ে দিনভর এলাকায় দু’পক্ষের মধ্যে দিনভর চাপা উত্তেজনা বিরাজ করে। বিকেলে শহিদুল সমর্থকরা সকেদ আলীসহ ভূমিহীনদের বাড়িতে চড়াও হয় এবং ৫টি বাড়ি ভাংচুর করে।

অপরদিকে, প্রতিপক্ষরাও সহিদুলের চাচাতো ভাই নজরুল ইসলামের বাড়িতে চড়াও হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়। এদের মধ্যে ভূমিহীনদের পক্ষে ১৬ জন আহত হয়েছে বলে দাবি করা হয়। আহতরা হলেন, শহিদুল (৪০), আব্দুর রশিদ শেখ(৪৫), জাহাঙ্গীর হোসেন (২০), আলতাফ হোসেন (৩৫), আকবর হোসেন (৪০), লুৎফর রহমান (২৮), গৃহবধু আনোয়ারা, মাজেদা বেগম(৫২), বাসনা(২৪), জুলেখা (২৮), জরিনা বেগম (৪৯), জমিলা (৩৫), পাতাসী বেগম(৪৮), আঙ্গুরী(৪০), শিশু আফরোজা খাতুন (০৮)। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অপর পক্ষেরও অন্তত ৬ জন আহত এবং একটি বাড়ি ভাংচুর করা হয়েছে বলে দাবি করা হয়। আহতরা হলেন, নজরুল ইসলাম (৪৬).আবুল কালাম আজাদ (৩৮),মনিরুল ইসলাম (২৬),জমির উদ্দিন শেখ (৫০) ও আব্দুর রশীদ শেখ (৪৫)।

নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test