E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ মার্চ ০৮ ১৮:৩৩:০৬
দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় রবিবার সকালে বামনী ২নং ওয়ার্ড দারুস সুন্নাত মাদ্রাসার হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা , পুরষ্কার বিতরণ ও স্কাউটদের দীক্ষা গ্রহন অনুুষ্ঠান ২০১৫ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটি উদ্বোধন করেন মো. মাহফুজুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং দাতা সদস্য দাখিল মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ মোহাম্মদ নোমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, মিজানুর রহমান ভূঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মো. ছালেহ আহাম্মদ, চেয়ারম্যান ৭নং বামনী ইউনিয়ন, এম আর মাসুদ সাধারন সম্পাদক জেলা জাতীয় পার্টি, আনোয়ার হোসেন বাহার সভাপতি রায়পুর উপজেলা জাতীয় পার্টি, চৌধুরী ওয়াদুদ মৃধ্যা সাধারণ সম্পাদক জাতীয় পার্টি, তোফাজ্জল হোসেন মুন্সি সভাপতি ৭নং বামানী আ’লীগ। বক্তব্য রাখেন, অভিভাবক কমিটির সদস্য আব্দুল মোতল্লেব বাহার পাটওয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, মো. নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক কাজির দিঘীর পাড় সমাজ কল্যান উ্চ্চ বিদ্যালয়, মোঃ আলমগীর হোসাইন সুপার, আল-আরাফা দাখিল মাদ্রাসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করেন। মাদ্রাসার স্কাউট পরিদর্শন করেন এবং পতাকা উত্তোলন করে কৃতি স্কাউটদের ব্যাচ পরিয়ে দেন।

(পিকেআর/এএস/মার্চ ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test