E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শেখ হাসিনা মর্মাহত

২০১৪ মে ১১ ১২:৪৪:২৭
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শেখ হাসিনা মর্মাহত

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

রবিবার সকালে কৃষিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে গিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন।

মতিয়া চৌধুরী নহিত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় মর্মাহত। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদউদ্দিন প্রমুখ ছিলেন।

উল্লেখ্য, ২৭ এপ্রিল দুপুরে প্যানেল মেয়র ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

(ওএস/এটি/মে ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test