E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

২০১৫ মার্চ ১৭ ১৬:০৩:৪০
বগুড়ায় বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৫ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুলে শিশু সমাবেশ ও শহরে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত উদ দৌলা খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আনওয়ার হোসেন।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়িিরশ, সদর ইউএনও শাহানা আখতার জাহান, জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় বগুড়া জেলা প্রশাসক বলেন, জাতির পিতার আদর্শ নৈতিকতার উজ্জল দৃষ্টান্ত। তিনি ছিলেন মানবদরদী, নিজের কথা না ভেবে দেশের মানুষের কল্যানে কাজ করেছেন। তিনি শিশুকাল থেকেই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব প্রদান করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহন না করে দেশের জন্য ফাঁসির মঞ্চ বেছে নিয়েছিলেন। আজকের বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান।
এছাড়া বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলসহ বিকালে বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে জেলা আওয়ামীলীগ বেলা ১২ টায় শহরে র‌্যালী ও দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আবু সুফিয়ান সফিক, এড. জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল বক্তব্য রাখেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৫ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

(এএসবি/পিবি/মার্চ ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test