E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০১৫ মার্চ ২৬ ১৩:৩০:৫৬
নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বুধবার মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শের সঙ্গে সঙ্গে বগুড়ার নন্দীগ্রামে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুচনা শুরু করে। রাত ১২টা ১মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাসদ, উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, পৌরসভা, অটোটেম্পু মালিক সমিতি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শ্রদ্ধার সাথে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ১মিনিট নিরবতা পালন শেষে শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়জুর রহমান, এসআই আকিবুল ইসলাম, এসআই মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, জেলা জাসদ নেতা জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাফু, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, জাসদ ছাত্রলীগ নেতা নূরুল ইসলাম তোতা, যুবদলের সভাপতি আলেকজান্ডার, ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল, অটোটেম্পু মালিক সমিতির সাধারন সম্পাদক শামীম শেখসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

(এমএনআই/এসসি/মার্চ২৬,২০১৫)


পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test