E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

গৌরনদীতে দু’লাখ টাকা মূল্যের গাছ লুট

২০১৫ মার্চ ৩০ ১৫:১২:১৩
গৌরনদীতে দু’লাখ টাকা মূল্যের গাছ লুট

বরিশাল প্রতিনিধি  :  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজন সোমবার সকালে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতের ১৬টি গাছ কেটে লুট করে নিয়ে গেছে। প্রভাবশালীদের বাঁধা দিতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আবু বক্কর সিকদার। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের।

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আবু বক্কর সিকদারের ছেলে নয়ন সিকদার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে একই বাড়ির হুমায়ুন সিকদার ২৫/৩০জন লোক নিয়ে তাদের রোপিত বিভিন্ন প্রজাতের দুই লাখ টাকা মূল্যের ১৬টি গাছ জোরপূর্বক কেটে লুটপাট করে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিতে গেলে হুমায়ুন ও তার ভাড়াটিয়া লোকজনে আবু বক্করকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ওইদিন দুপুরে তিনি (নয়ন সিকদার) বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(টিবি/পিবি/মার্চ ৩০,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test