E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নওগাঁয় মুক্তিযোদ্ধা পরিবারে ফের হামলা নারীসহ আহত ২

২০১৫ এপ্রিল ০৩ ১৫:১৭:৩০
নওগাঁয় মুক্তিযোদ্ধা পরিবারে ফের হামলা নারীসহ আহত ২

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকাল ৯টার দিকে নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কমল চন্দ্র মহন্তের ওপর ফের সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় হামলাকারীরা কমল মহন্তের পুত্রবধু কাঞ্চন রানী মহন্ত কে বেদম মারপিট, অশ্রাব্য গালিগালাজসহ তার সঙ্গে অশালীন আচরন করে।

তাকে বাঁচাতে এগিয়ে আসা মুক্তিযোদ্ধার ভাগ্নে প্রদীপ কুমারকেও তারা মারপিট করে। এতেই তারা ক্ষান্ত হয়নি। ওই মুক্তিযোদ্ধাকে ভিটে-মাটি থেকে উচ্ছেদসহ তাকে স্ব-পরিবারে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুক্তিযোদ্ধা কমল মহন্ত জানান, তার শরিকানরা দীর্ঘদিন ধরে তাকে ভিটে-মাটি থেকে উচ্ছেদের পাঁয়তারা করে আসছে। বিগত ২০১১ সালের ১০ জুলাই শরিকান রাধারমন মহন্ত, তপন মহন্ত, স্বপন মহন্ত সুকুমার মহন্ত গং তার ওপর হামলা চালিয়ে মারপিট করে। এব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে। শুক্রবার সকালে তারা লাঠি-সোটা, হাঁসুয়া-রামদা নিয়ে ফের চড়াও হয় কমল মহন্তের ওপর। ফলে মুক্তিযোদ্ধা কমল মহন্ত পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

(বিএম/এএস/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test