E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় কালবৈশাখীতে ২৩ ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন

২০১৫ এপ্রিল ০৫ ১৮:২১:২৩
নওগাঁয় কালবৈশাখীতে ২৩ ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন

নওগাঁ প্রতিনিধি : শনিবার সন্ধ্যায় নওগাঁর ওপর দিয়ে বছরের প্রথম ও স্মরণকালের বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম শাহানাজ বেগম (৩৫)। তিনি জেলার মান্দা উপজেলার মহানগর গ্রামের বজলুর রহমানের স্ত্রী। আহত হয়েছে   শিশু, মহিলা, বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ।

এদের মধ্যে ২৫ জন নওগাঁ সদর হাসপাতারে চিকিৎসা নিয়েছে। ঝড়ে সহস্রাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত ও হাজার হাজার গাছপালা ভেঙ্গে গেছে। এ ছাড়াও ক্ষেতের ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সারা জেলায় বিদ্যুত বিছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ প্রায় ২৩ ঘন্টা পর রবিবার বিকেল পৌনে ৪টার দিকে স্থানীয় বিদ্যুৎ বিভাগ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে।

এদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় উপজেলার মহানগর গ্রামের বজলুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় প্রবল ঝড়ে তাদের ঘরের মাটির দেয়ালে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে । এতে দেয়াল চাপায় ঘটনাস্থলেই মারা যান শাহানাজ বেগম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, এই ঝড়ে জেলার রাণীনগর, আত্রাই, মান্দা, পোরশা, নিয়ামতপুর এবং নওগাঁ সদরে ভুট্টাসহ ফসলের বেশ ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা যায়নি, তবে কার্যক্রম অব্যাহত রয়েছে।

(বিএম/এএস/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test