E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালবৈশাখী ঝড়ে  শৈলকুপা উপজেলার ৩০টি গ্রাম বিধ্বস্ত

২০১৫ এপ্রিল ০৬ ১০:০৫:০০
কালবৈশাখী ঝড়ে  শৈলকুপা উপজেলার ৩০টি গ্রাম বিধ্বস্ত

ঝিনাইদহ প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৩০টি গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে।

সোমবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ৩টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সাড়ে ৩টার দিকে প্রচণ্ড ঝড় শিলাবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

আধাঘণ্টা স্থায়ী এ ঝড়ে শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বৃত্তিপাড়া, মির্জাপুর, কাঁচেরকোল, বোয়ালিয়া, খন্দকবাড়ীয়া, ধুলিয়াপাড়া, সিদ্ধি, রতনপুর, সারুটিয়া ইউনিয়নের বাখরবা, পুরাতন বাখরবা, কাতলাগাড়ী, দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর, শিংনগর, রতনপুর ও ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুরসহ ৩০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। তবে সকাল ৯টা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঝড়ে প্রায় ৮শ’ কাঁচা ও টিনশেড ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। এতে আম ও লিচুসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় তিনটি ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকা পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যাবে।

(ওএস/এসসি/এপ্রিল ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test