E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কুমারখালিতে প্রেসক্লাব নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ

২০১৫ এপ্রিল ০৬ ১৪:০৫:২৮
কুমারখালিতে প্রেসক্লাব নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ

কুষ্টিয়া প্রতিনিধি : আগামী ৩০ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালি প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মকছেদ আলী স্বাক্ষরিত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
খসড়া ভোটার তালিকায় ২২ জনের নাম রয়েছে। তারা হলেন, নাসির উদ্দিন (দৈনিক সত্য খবর), এস,এম,এইচ ইমরান (দৈনিক হিসনা বাণী), মোস্তাফিজুর রহমান রনি রেজওয়ান (দৈনিক মাটির ডাক), আরজু আহম্মেদ (সাপ্তাহিক জাগরণী), বাবলু জোয়ারদার (দৈনিক আন্দোলনের বাজার), তুষার আহমেদ রেজা (সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া), পান্নালাল জমাদার (সাপ্তাহিক আদিবাসীর অধিকার), রওশন জোয়ারদার (দৈনিক সংবাদ), এস,এম, জিল্লুর রহমান (দি উইকলি বাংলাদেশ রিভিউ), এম,এ ওহাব (দৈনিক আজকের আলো), হাসানুজ্জামান লিংকন (দৈনিক কুষ্টিয়া প্রতিদিন), মাহবুব উল আহসান উল্লাস (দৈনিক পদ্মা গড়াই), সৌরভ সুহাইল (সাপ্তাহিক কুমারখালি বার্তা), পলাশ কুমার সাহা (দৈনিক আরশী নগর), জাকের আলী শুভ (দৈনিক সময়ের কাগজ), ফরহাদ আসিফ টিপু (সাপ্তাহিক এক্সফাইল), খন্দকার লিপু আমির (দৈনিক দেশের বাণী), সোহেল হাবিব (বিজয় টিভি ও দৈনিক ইত্তেফাক), আবু দাউদ রিপন (কুষ্টিয়ার কাগজ), মোঃ সাইফুল আলম টুটুল জোয়ারদার (দৈনিক বাংলাদেশ বার্তা), খোন্দকার মফিজুর রহমান কে,এম,আর শাহীন (দৈনিক কুষ্টিয়া), বকুল চৌধুরী (সাপ্তাহিক দেশব্রতী)।
উল্লেখ্য এই প্রথম ঐতিহ্যবাহি কুমারখালি প্রেসক্লাবে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(কেএইচ/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test