E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির সাবেক এমপি ফজলুর রহমান আর নেই

২০১৫ এপ্রিল ০৬ ১৭:৪৬:৪০
বিএনপির সাবেক এমপি ফজলুর রহমান আর নেই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের বিএনপির দলীয় সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান সুলতান রবিবার রাত সাড়ে ১২ টায় ঢাকায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি এক ছেলে, চার মেয়ে, ভাই-বোন,আত্বীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ফজলুর রহমান সুলতান এমপির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের শোকের ছায়া নেমে আসে।

সোমবার বাদ জোহর ময়মনসিংহ বড় মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় জেলা বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মী, ময়মনসিংহ পৌরসভায় মেয়র, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের হাজারো মানুষ শরিক হন। পরে বিকেলে তার লাশ গফরগাঁও পৌরশহরের ষোলহাসিয়া বাড়িতে নিয়ে আসার পর গফরগাঁওয়ের বিএনপিসহ অন্যান্য রাজনৈতিকদলের নেতাকর্মী ও সমর্থক এবং সর্বস্তরের মানুষ শেষ বারের মতো মরহুমকে দেখার জন্য তার বাড়িতে ভীড় করেন।

এলাকায় বহু জনকল্যাণমূলক কাজের জন্য তিনি অনেকের হৃদয়ে প্রিয় নেতা বা মানুষ হিসেবে আসন করে নিয়েছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর স্থানীয় গো-হাটা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের মৃত্যুতে বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এ.বি.সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক, জেলা বিএনপির নেতা অধ্যক্ষ আবুল কাশেম আরজু, জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. জহির আলী, পাগলা থানা বিএনপির নেতা এড. আল ফাত্তাহ খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পৌর জামায়াতের সভাপতি মাওলানা এমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আলী বাবুল, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো. গফুর হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহিবুর রহমান নাসিম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করেছেন।

(আরআইএম/এএস/এপ্রিল ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test