E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

যশোরে সন্ত্রাসীদের গুলিতে বাস্তুহারা লীগ নেতা নিহত

২০১৫ এপ্রিল ০৭ ১৭:০২:৩০
যশোরে সন্ত্রাসীদের গুলিতে বাস্তুহারা লীগ নেতা নিহত

যশোর প্রতিনিধি : যশোরে সন্ত্রাসীদের গুলিতে বাস্তুহারা লীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মঞ্জুর রশিদ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মঞ্জুর রশিদ যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। তিনি বাস্তুহারা লীগের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগেরও সদস্য ছিলেন।

মঞ্জুর রশিদের ভাই শাহাদৎ হোসেন জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে মঞ্জুর রশিদ শহর থেকে ইজিবাইকে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন। তার ইজিবাইকটি আরএন রোডের খালধার রোড মোড়ে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলে চড়ে তাকে খুব কাছ থেকে গুলি করে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হোসাইন সাফায়েত জানান, গুলিবিদ্ধ মঞ্জুর রশিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, সন্ত্রাসীদের গুলিতে মঞ্জুর রশিদ নিহত হয়েছেন। পুলিশ জড়িতদের সনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।

(জেকেএম/এএস/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test