E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নন্দীগ্রামে আদিবাসীদের সিএনজি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

২০১৫ এপ্রিল ০৮ ১৪:৪৭:৩৪
নন্দীগ্রামে আদিবাসীদের সিএনজি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সিএনজি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১১৫ জন শিক্ষার্থীদের মাঝে ২লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম। পরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পরিষদ চত্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়বর্ধন মূলক প্রকল্প হতে উপজেলার ইসুবপুর আদিবাসী বহুমূখী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শ্রী রমনাথের হাতে ৫লাখ টাকা মূল্যের একটি উত্তরা বাজাজ সিএনজি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়জুর রহমান, উপজেলা প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, ইউএনও’র সিএ মাহবুবুল আলম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বকুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী নুরুল আমীন বাচ্চু, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি প্রভাষক জুলফিকার আলী ভূট্রো, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম প্রমূখ।

(এনআই/পিবি/ এপ্রিল ০৮,২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test