E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চালক বিহীন অবস্থায় চলল সাটল ট্রেন!

২০১৫ এপ্রিল ১২ ১৩:৫৭:৫৫
চালক বিহীন অবস্থায় চলল সাটল ট্রেন!

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে রবিবার সকালে রাজবাড়ী-ফরিদপুরপুর গামী সাটল ট্রেনটি চালক বিহীন অবস্থায় ব্যাগ গিয়ারে উল্টোপথে দ্রুতগতিতে প্রায় ২৮ কি.মি. রেলপথ অতিক্রম করে পাংশা-মাছপাড়া স্টেশনের মাঝামাঝি বাবুপাড়া ইউপির চাঁদপুর ব্রিজের নিকটে পৌঁছিলে ট্রেনের আতংকিত কয়েকজন যাত্রী হুইচ পাইপ খুলে ট্রেনের গতি থামায়। এতে সমূহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের প্রায় অর্ধশত যাত্রী।

জানা গেছে,রবিবার সকল ৮টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুর গামী সাটল ট্রেনটি ছাড়ার প্রস্তুতি চলছিল। ট্রেনের দায়িত্বরত চালক তার সিটে না থাকলেও ইঞ্জিন চালু অবস্থায় আকস্মিকভাবে ট্রেনটি পেছন দিকে দ্রুতগতিতে চলতে থাকে। একে একে ট্রেনটি সূর্যনগর, বেলগাছি, কালুখালী ও পাংশা স্টেশন অতিক্রিম করে। ট্রেনে অবস্থানরত যাত্রিসাধারণের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ট্রেনের মধ্যে কর্তব্যরত টিটি আনোয়ার হোসেন যাত্রীসাধারণকে ব্যাগ গিয়ারে ট্রেন চলার কথা জানিয়ে আতংক না হওয়ার জন্য পরামর্শ দেন। এসময় টিটি আনোয়ার হোসেনের পরামর্শে যাত্রীসাধারণের মধ্যে রাজবাড়ী ডাইস মিল এলাকার বিশ্বজিৎ সরকার কয়েকজন ট্রেনযাত্রীর সহযোগিতায় ট্রেনের হুইচ পাইপ খুলে দিয়ে ট্রেনের গতি থামান।

এ অবস্থায় পাংশা-মাছপাড়া স্টেশনের মাঝামাঝি বাবুপাড়া ইউপির চাঁদপুর রেল ব্রিজের নিকটে পেছন দিকে আসা ট্রেনটি দেখতে উৎসুখ জনতা ভিড় জমায়।
প্রায় দুই ঘন্টা পরে সকাল ১০টার দিকে রাজবাড়ী থেকে অতিরিক্ত ইঞ্জিন ঘটনস্থলে পৌঁছে ইঞ্জিন ও ৬টি বগিসহ ওই ট্রেনটি রাজবাড়ীতে ফেরত নেয়। চালকবিহীন অবস্থায় কিভাবে ট্রেনটি উল্টো পেছনের দিকে সূর্যনগর, বেলগাছি, কালুখালী ও পাংশা স্টেশন অতিক্রিম করল এ নিয়ে সর্বত্র কৌতুহল সৃষ্টি করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও রাজবাড়ী-পোড়াদহগামী সাটল ট্রেনের সিডিউল বিপর্যয় হয়।

পাংশা রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. আনিসুর রহমান জানান, গত ৪ এপ্রিল কন্ট্রোল অর্ডারের মাধ্যমে পাংশার স্টেশন মাস্টার মোতাব্বর হোসেনকে রাজবাড়ীতে পাঠানো হয়েছে। পাংশায় কোনো স্টেশন মাস্টার নেই। এটি এখন ক্লোজিং ডাউন স্টেশন। শুধুমাত্র মধূমতি ট্রেনের টিকিট বিক্রি করা ছাড়া এ স্টেশনে ট্রেনের কোনো অপারেশন করা হয় না। ইঞ্জিন সামনে রেখে ৬টি বগি নিয়ে রাজবাড়ী স্টেশন থেকে চালক বিহীন রাজবাড়ী-ফরিদপুরপুর গামী সাটল ট্রেনটি উল্টো পথে পাংশা রেল স্টেশন অতিক্রম করার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, যা হওয়ার রাজবাড়ী থেকে হয়েছে।

(এমএইচ/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test