E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

শাহজালালে ১০ কেজি সোনাসহ আটক ৪

২০১৪ মে ১৩ ২১:১০:২৯
শাহজালালে ১০ কেজি সোনাসহ আটক ৪

স্টাফ রিপোর্টার : কয়েক ঘণ্টার ব্যবধানে ফের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ তিন জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- ওমর ফারুক (২০), ইমরান হোসেন (২৫), বাদশা মিয়া (৩২) ও ফজলুর রহমান (৩০)। তারা মালয়েশিয়া থেকে এসেছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় দুবাই ও সিঙ্গাপুর থেকে আসা তিন যাত্রীকে তল্লাশি করে এই সোনা উদ্ধার করা হয় বলে বিমানবন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “দুবাই থেকে আসা দুই যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় সন্দেহ হয়। তখন তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি ওজনের সোনার বার উদ্ধার করা হয়।”

প্রায় একই সময় সিঙ্গাপুর থেকে আসা ইব্রাহিম নামে একজনের ব্যাগে তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি সোনার বার পাওয়া যায় বলে শুল্ক বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিন জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে শাহজালাল বিমানবন্দরে এক কেজি সোনাসহ চারজনকে আটক করে এবিপিএন।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি চালিয়ে এই চারজনের কাছে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি।

শাহজালাল বিমানবন্দরে গত কয়েকমাসে চোরাই সোনার বেশ কয়েকটি চালান ধরা পড়েছে।

(ওএস/এস/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test