E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কলারোয়ায় প্রবাসির স্ত্রীর রহস্যজনক মৃত্যু

২০১৫ এপ্রিল ১৯ ২১:১৬:৫৩
কলারোয়ায় প্রবাসির স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: পুলিশ রোববার সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাটুলিয়া গ্রামের একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক মালয়েশিয়া প্রবাসির স্ত্রীর লাশ উদ্ধার করেছে।

মৃতের নাম সেলিনা আক্তার তানিয়া (২৬)। তিনি উপজেলার পাটুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসি আব্দুল আহাদ গাজীর স্ত্রী ও পার্শ্ববর্তী দিগং গ্রামের মৃত জাকির আলী গাজীর মেয়ে।
দিগং গ্রামের ইমাম হোসেন জানান, ২০০৩ সাল থেকে মালয়েশিয়ায় কর্মরত পাটুলিয়া গ্রামের আহাদ আলীর সঙ্গে ২০০৭ সালে তার বোন তানিয়ার বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান আছে।

সেলিনার মেয়ে শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্রী জবা খাতুন (১৩) জানায়, তার মা প্রতি রাতেই দীর্ঘ সময় ধরে অন্য কারোর সাথে মোবাইলে গল্প করত। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মা মোবাইলে কথা বলতে বলতে বাড়ির বাইরে যায়। রোববার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে উঠান সংলগ্ন একটি আমগাছের ডালে তার মাকে গলায় দড়ি পেচিয়ে ঝুলতে দেখে প্রতিবেশীদের খবর দেয়।
স্থানীয় দেয়াড়া ইউপি সদস্য আজাহার আলী তুহিনসহ প্রতিবেশীরা জানান, নিহত সেলিনা আক্তার ময়নার সামাজিক সম্মান ছিল না।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ শফিকুর রহমান জানান, খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে সেলিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। মোবাইলের কল লিষ্ট চেক করে ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মৃতের ভাই ইমাম হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে রোববার থানায় একটি অভিযোগ মামলা দায়ের করেছেন।

(আরএনকে/এসসি/এপ্রিল১৯,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test