E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সিংড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

২০১৫ এপ্রিল ২০ ১৫:২০:২১
সিংড়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আইএফএম কৃষক মাঠ স্কুলের প্রায় শতাধিক কৃষাণ-কৃষাণী নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে গোপেন্দনগর আইএফএম কৃষক মাঠ স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডানিডা সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট এজিইপি প্রকল্পের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার লালোর ইউনিয়নের গোপেন্দনগর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় সমাজসেবক শ্রী চরণ সরকারের সভাপতিতে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহাবুবুর রহমান তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাপ আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন, কৃষক আবদুল জলিল, কৃষাণী ফরিদা বেওয়া প্রমুখ। বক্তারা বলেন, কৃষক মাঠ স্কুল গঠন করে সম্বলিত প্রচেষ্টায় ভালো ফলন পাওয়া সম্ভব। তাছাড়া মিলে মিশে কাজ করলে বিভিন্ন সুযোগ-সুবিধা বেশি পাওয়া যায়। এর আগে অতিথিরা স্থানীয় আইএফএম মাঠ স্কুলের কৃষাণ-কৃষাণীদের ৬টি বুথ পরিদর্শন করেন।

(এমআর/পিবি/ এপ্রিল ২০,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test