E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাগেরহাটে বিপুল পরিমান মাদকদ্রব্য ও জালনোট উদ্ধার

২০১৫ এপ্রিল ২২ ১৮:৩৫:০২
বাগেরহাটে বিপুল পরিমান মাদকদ্রব্য ও জালনোট উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ বিপুল পরিমান মাদক দ্রব্য ও জালনোট উদ্ধার করেছে। বুধবার বিকালে চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই মাদক দ্রব্য উদ্ধার করে। বাবুল শেখ ওই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, চার হাজার পিচ ইয়াবা, ২৭০ পুরিয়া , ১৩ লাখ ৭৮ হাজার টাকা, এক কেজি গাজাঁ ও ২২ হাজার টাকার জাল নোট।

বাগেরহাটের চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, মাদক দ্রব্য বিক্রেতা বাবুল শেখ ইয়াবাসহ মাদকের বড় একটি চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল শেখ পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করে। মাদক সিন্ডিকেটের হোতা বাবুল শেখকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে ওসি জানান।

স্থানীয়রা জানায়, চিতলমারী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় মাদকদ্রব্যে ব্যবসা করে আসছে । তার কয়েকটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে এই মাদকের ব্যবসা করে উঠতি বষয়ী যুবকদের নেশায় আসক্ত করছে।

(একে/এএস/এপ্রিল ২২, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test