E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

আজ ভাষা সৈনিক হাতেম আলী মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী

২০১৫ এপ্রিল ২৫ ১৬:৩৩:৪৪
আজ ভাষা সৈনিক হাতেম আলী মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শনিবারে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক গণপরিষদ সদস্য সাংবাদিক হাতেম আলী মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী।

তিনি কৃষক প্রজা পাটির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পাকিস্তান আন্দোলন, ১৯৪৮সালের ভাষা আন্দোলন, ১৯৭১’র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা করায় ১৯৫৩সালে কারারুদ্ধ হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ১৯৭০এর নির্বাচনে বিজয়ী হন। তিনি মুক্তিযুদ্ধে শীববাড়ি ইয়োথ ক্যাম্পের পরিচালক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অনুগত সহচর ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল, আলোচনা সভা, কবর জিয়ারত ও কুরআনখানির আয়োজন করেছে।
(এসআইএম/পিবি/ এপ্রিল ২৫,২০১৫)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test