E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় ১৩৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

২০১৫ এপ্রিল ২৬ ১৪:২৯:০৩
আগৈলঝাড়ায় ১৩৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

বরিশাল প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের মত বরিশালের আগৈলঝাড়ায় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী তার শিক্ষা সহায়তা তহবিল থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম বারের মত রবিবার উপবৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বেলা এগারোটায় উপজেলা সদরের শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ এডহক কমিটির সভাপতি দেবী চন্দ প্রধান অতিথী হিসেবে ২০১৩-২০১৪ অর্থ বছরের ১৩৫ জন শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে ২শ টাকা হিসেবে বছরে ২৪শ টাকা, বই ক্রয় বাবদ ১৫শ টাকা, পরীক্ষার ফি বাবাদ ১ হাজার টাকা ও প্রতি মাসে ৬০ টাকা টিউশন ফি হিসেবে ৭শ ২০ টাকাসহ সর্ব মোট ৫হাজার ৬শ ২০টাকা করে প্রতি শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে। নারী শিক্ষায় জাতিকে এগিয়ে নিতে সরকারের এ পদক্ষেপকে বক্তারা স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, বেবী হোমের বরিশাল বিভাগীয় উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. সেলিম মিয়া।
(টিবি/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test