E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বরিশালে ট্রাক ডাকাতি,আটক ৬

২০১৫ এপ্রিল ২৬ ১৭:০০:৪০
বরিশালে ট্রাক ডাকাতি,আটক ৬

বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন এলাকা থেকে ট্রাক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার ও ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী রবিবার সকালে রাজবাড়ির গোয়ালন্দ বাজার থেকে ট্রাকসহ অপর এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম জানান, গত ২৪ এপ্রিল রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন নামক এলাকায় (বরিশাল-ন ১১-০০৮৪) নাম্বারের একটি মিনি ট্রাকের গতিরোধ করে ডাকাতদল। পরবর্তীতে ট্রাক ড্রাইভার অরুন শীলকে ট্রাক থেকে নামিয়ে গাছের সাথে হাত-পা বেঁধে রেখে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকের মালিক সিরাজুল ইসলাম বাদি হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের ইয়াকুব হাওলাদারের.ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সিরাজ হাওলাদার, গুঠিয়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে রুবেল, তেরদ্রোন গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহ্, ডহরপাড়া গ্রামের জাকির হাওলাদারের ছেলে মিলন, চাংঙ্গুরিয়া গ্রামের কামাল কারিকরের ছেলে স্বপনকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রবিবার সকালে রাজবাড়ি জেলার গোয়ালন্দ বাজার থেকে ডাকাতি হওয়া ট্রাকসহ অপর ডাকাত হাসান মিয়াকে গ্রেফতার করা হয়। হাসান ওই এলাকার জৈনদ্দিন সরদার পাড়ার ইয়াকুব আলীর ছেলে।
(টিবি/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test