E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

পাংশায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

২০১৫ মে ০৭ ২০:৩২:১৩
পাংশায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা মডেল থানায় বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পাংশা মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম)।

তিনি বলেন ডাকাত, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী নির্মূলে চরম ব্যবস্থা গ্রহন করা হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার এবং সন্ত্রাস ও মাদকমুক্ত জনপদ গঠনে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল ওয়াহাব, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ চাঁদ আলী খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সরিষা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সোবাহান, পাট্টা ইউপি চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলাম, হাবাসপুর ইউপি চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ওদুদ সরদার, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

(এমএইচ/এএস/মে ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test