E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালে মাদক মামলায় দম্পত্তির কারাদন্ড

২০১৫ মে ১৮ ১৫:২৬:৫৯
বরিশালে মাদক মামলায় দম্পত্তির কারাদন্ড

বরিশাল প্রতিনিধি : বরিশালে মাদক মামলায় এক দম্পত্তিকে দুই বছর কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে বরিশালের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্তরা হল, কেডিসি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন সরদার ও তার স্ত্রী নাজমা বেগম।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে কেডিসি বালুর মাঠ বস্তি এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি টহল দল।

এসময় লিটনের ঘরে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় ৯’শ গ্রাম গাঁজা। একই সাথে আটক করা মাদক ব্যবসায়ী ওই দম্পত্তিকে। এ ঘটনায় ওইদিনই কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাবের ডিএডি মনিরুজ্জামান। একই বছরের ৯ এপ্রিল আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল করীম। অতিসম্প্রতি আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে আত্মগোপন করেন। সূত্রে আরো জানা গেছে, আদালতে দীর্ঘ ১০ বছর মামলাটি বিচারাধীন থাকার পর ৮ জনের স্বাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিদের অনুপস্থিতিতেই বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

(টিবি/পিবি/মে ১৮,২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test