E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রধান শিক্ষকসহ ৫জন জেল হাজতে ,এসএসসির ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়

২০১৫ মে ২০ ১৫:২৭:৪২
প্রধান শিক্ষকসহ ৫জন জেল হাজতে ,এসএসসির ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):এসএসসি পরীক্ষায় ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিক ফি’র অতিরিক্ত টাকা আদায়ের মামলায় বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ.কে. মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫ জনকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার আসামিরা বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তরুণ বাছার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, ওই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাউসেল আলম খান লাল, প্রধান শিক্ষক আব্দুল গণি, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম খান ও শিক্ষক ওয়াহেদুজ্জামান। মামলার এজাহারে জানা গেছে, ২০১৪-১৫ বর্ষের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য গত বছরের নভেম্বর মাসে চরামদ্দি ডব্লিউ.কে. মাধ্যমিক বিদ্যালয়ে ফরম পূরণ করা হয়। মামলার বাদী শামসুল হক মজুমদারের মেয়ে ইসরাত জাহান হাফসাসহ ৬৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। তাদের কাছ থেকে ২ হাজার ৮’শ টাকা থেকে ৩ হাজার ২’শ টাকা পর্যন্ত আদায় করা হয়। যা শিক্ষা বোর্ডের নিয়মের চেয়ে তিনগুন বেশি। এছাড়া বোর্ডের নির্ধারিত কেন্দ্র ফি আড়াই’শ টাকার চেয়ে দ্বিগুন ৫’শ টাকা করে আদায় করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয়।

এসএসসি ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি প্রকাশিত হলে হাইকোর্ট অতিরিক্ত টাকা ফেরত দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিলে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত টাকা ফেরত চায়। এসময় তাদের হুমকী দেয়া হয় বলে টাকা না পেয়ে গত ৮ এপ্রিল অভিভাবক শামসুল হক মজুমদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওইদিন বিচারক আসামিদের বিরুদ্ধে সমন জারীর করেন এবং আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


(টিবি/এসসি/মে২০,২০১৫)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test