E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নড়াইলে এক মহিলাকে কুপিয়ে হত্যার অভিযোগ

২০১৪ মে ১৮ ১৪:৩৫:০৯
নড়াইলে এক মহিলাকে কুপিয়ে হত্যার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলে হালিমা বেগম (৪১) নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত হালিমা নড়াইল শহরের ভওয়াখালী গ্রামের শুকুর আলীর স্ত্রী। রোববার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমার মৃত্যু হয়।

পুলিশ ও পারিবিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশি সেলিম সরদার ভওয়াখালীর বাড়িতে হালিমাকে কুপিয়ে আহত করে। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় ভওয়াখালী এলাকায় ব্র্যাকের ক্ষুদ্রঋণ প্রকল্পের ম্যানেজার জাহাঙ্গীর কবিরের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর কবির বাদি হয়ে ভওয়াখালী গ্রামের রমজান সরদারের ছেলে সেলিম সরদারকে আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৮, তাং-৩০/৪/১৪)। হালিমা ছিনতাইয়ের ঘটনা দেখার কারণে সেলিম সরদার তাকে কুপিয়ে গুরুতর জখম করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈমুর ইলি হত্যাকান্ডের ঘটনাটি স্বীকার করেছেন।
(আরএম/এএস/মে ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test