E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় তিন মাস ধরে বিদ্যুৎ নেই!

২০১৫ জুন ২৬ ১২:৩৪:৩৬
কোটালীপাড়ায় তিন মাস ধরে বিদ্যুৎ নেই!

গোপালগঞ্জ প্রতিনিধি : গ্রাম্য দলাদলির যাতাকলে পড়ে ৪২ টি পরিবার দীর্ঘ তিন মাস ধরে বিদ্যুৎ বিহীন রয়েছে। এ ঘটনা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন উত্তরপাড়া গ্রামের। দেড় যুগ ধরে বিদ্যুতের আলোতে বসবাস করে আসা এসব পরিবার বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন। এ অবস্থা থেকে রেহাই পেতে তারা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ চেয়েছেন।

তিন মাস আগে ঝড়ে ছিড়ে পড়ে বিদ্যুতের তার। সে তার আর জোড়া লাগানো যায়নি। যে কারনে ৪২ টি পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছে। যার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের এ তারটি গিয়েছে তিনি ঘোর আপত্তি জানিয়েছেন। তিনি কোনভাবেই তার বাড়ির উপর দিয়ে যাওয়া তার লাগাতে দেবেন না।

ভুক্তভোগীরা নানাভাবে অনুরোধ করেছেন। গণ্যমান্য ব্যক্তিদের দারস্থ হয়েছেন। ফলাফল শূন্যের কোঠায়। বাধ্য হয়ে পল্লিবিদ্যুতের খুঁটির দাম দিয়ে ঘুরিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়েও বিফল হয়েছেন। সেখানেও বাঁধা দিয়েছেন সাবেক মেম্বার মোদাচ্ছের খান। এলাকার সাবেক মেম্বার ও অর্থশালী হওয়ায় তিনি কারো কথাতেই কান দিচ্ছেন না। এ বিষয়টি নিয়ে পুরো গ্রামটিই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।

এদিকে, বিদ্যুতের আলোতে লেখাপড়া করা শিক্ষার্থীরা হঠাৎ করেই হারিকেন অথবা কুপি বাতিতে সমস্যায় পড়েছে। তারা যাতে আবারো বিদ্যুতের আলো ফিরে পায় তার দাবি জানিয়েছে।

যার বিরুদ্ধে এ অভিযোগ সেই সাবেক মেম্বার মোদাচ্ছের খান বললেন, তিনিও চান ওইসব পরিবারগুলো বিদ্যুৎ পাক। তিনি বললেন, তার ঘরের উপর দিয়ে যাওয়া তার আবারো ছিড়ে দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে তিনি ঘরের উপর দিয়ে যাওয়া লাইন জোড়া লাগাতে বাঁধা দিয়েছেন।

ভুক্তভোগীদের পক্ষ নেয়া এলাকার মুরব্বী ফারুকুজ্জামান শেখ বললেন, তার বাড়ি ওই এলাকায় হলেও তিনি সেখানে থাকেন না। তিনি এ বিষয়টি মিটিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে বিদ্যুৎ পায় তার দাবি জানান।

এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া বললেন, বিষয়টি অমানবিক। তিনিও একাধিকবার এলাকার এ দ্বন্দ্ব মিটানোর চেষ্টা করে বিফল হয়েছেন।

কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. জহুরুল করিম বলেন, এ বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিও সমস্যায় রয়েছে । এক জনের জন্য তো আর এতো লোকের অসুবিধা করা যায়না। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মিমাংশা করবেন এমন প্রত্যশা করে তিনি বলেন, বিষয়টি মিমাংশা হয়ে গেলেই তারা সংযোগ দিতে পারবেন।

(এমএইচএম/এএস/জুন ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test