E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গাজীপুর থেকে হাত-পা বাঁধা যুবক-যুবতীর লাশ উদ্ধার

২০১৫ জুন ২৯ ০০:০৪:১৬
গাজীপুর থেকে হাত-পা বাঁধা যুবক-যুবতীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থেকে রবিবার দুপুরে হাত-পা বাঁধা যুবক এবং কালিয়াকৈরের নিশ্চিন্তপুর থেকে যুবতীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাইফুল ইসলাম (২৫) নামের ওই যুবক ঢাকার কেরানীগঞ্জের আব্দুল খালেকের ছেলে। তবে অনুমান (২৫) বছর বয়সী যুবতীর পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শনিবার গাজীপুরের কালীগঞ্জ থেকে এক গৃহবধূ ও কালিয়াকৈর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, কাশিমপুরের সুরাবাড়ি এলাকার একটি মাঠে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর বারটার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুল ছিনতাইকারী দলের সদস্য ছিল। সহযোগীরা তাকে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, সাইফুলের মানিব্যাগ তল্লাশী করে মোবাইলের একটি সিম কার্ড পাওয়া যায়। সিমটি চালু করে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে জানা গেছে, সাইফুল গত ৪দিন ধরে নিখোঁজ ছিল।
অপর দিকে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিশ্চিন্তপুর এলাকার একটি ডোবায় ওই যুবতীর অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কমপক্ষে ২০-২১দিন আগে ওই যুবতীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার।
নিহতের পরণে লাল সেলোয়ার কামিজ রয়েছে। কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি বলেও জানান তিনি।


(এসএএস/এসসি/জুন২৮,২০১৫)



পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test