E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় অমৃত লাল দে’র জন্ম জয়ন্তী উৎযাপন

২০১৫ জুন ২৯ ১৩:৩২:৪৮
আগৈলঝাড়ায় অমৃত লাল দে’র জন্ম জয়ন্তী উৎযাপন

বরিশাল প্রতিনিধি : বরিশালের কিংবদন্তি দানবীর, শিক্ষনুরাগী, সমাজসেবক, অমৃত লাল দে’র জন্ম জয়ন্তী আগৈলঝাড়ায় উৎযাপন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরে বিষ্ণু মন্দিরে সাদা মনের মানুষ খ্যাত অমৃত লাল দে’র জন্ম জয়ন্তীতে তার কর্মময় জীবনের উপর আলোচনা, ভক্তি মূলক সংগীত, প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
বিষ্ষু মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল সরকারের সভাপতিত্বে অমৃত লাল দে’র কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন জল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, বাশাইল কলেজের অধ্যক্ষ রনজিৎ বাড়ৈ খোকন, আগৈলঝাড়া পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শিক্ষক দীনেশ চন্দ্র হালদার, নিত্যানন্দ মজুমদার, রমনী কান্ত সরকার, সাংবাদিক মনিষ বিশ্বাস, সাংবাদিক বিল্পব সরকার, সজল দত্ত, মিনতী বাড়ৈ, সুরচী হালদার, নিখিল সমদ্দার, আশিষ তপাদার, উজ্জ্বল লাহেরী, হরেকৃষ্ণ রায় পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী।
(টিবি/পিবি/জুন ২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test