E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৫ জুলাই ০১ ১৭:০৭:১৪
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ছেলের পিকআপ দুর্ঘটনায় আজিরন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের ছেলে পিকআপ চালক আজিম উদ্দিন (৩০) ও নাতনি এলিমা আক্তার (৩)। বুধবার সকালে কালিয়াকৈরের চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই-দেড়চালা সড়কের মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আজিরন বেগম (৫০) মেদীআশুলাই গ্রামের মৃত আনোয়ার উদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজিরন বেগমের ছেলে আজিম উদ্দিন ১৫-১৬দিন আগে পিকআপটি কিনেন। বুধবার সকাল ৯টার দিকে আজিম উদ্দিন নিজের পিকআপে মা ও বোনের মেয়ে এলিমাকে নিয়ে মেদীআশুলাই বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। পিকআপটি আজিম উদ্দিন নিজেই চালাচ্ছিলেন। মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় পৌছঁলে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানটি খাদে পড়ে যায়। এতে আজিম উদ্দিন, তার মা আজিরন বেগম এবং বোনের মেয়ে এলিমা আক্তার (৩) গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা আজিরন বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আজিম উদ্দিন ও এলিমা আক্তারকে মুমূর্ষ অবস্থায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাপাইর ইউনিয়ন পরিষদের মেম্বার মো: হেলাল উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন ব্যবস্থা করা হয়েছে।

(এসএএস/পিবি/জুলাই ০১,২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test