E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আগৈলঝাড়া প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০১৫ জুলাই ০৮ ২১:৩৯:১৩
আগৈলঝাড়া প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া সুধীজনের সম্মানে প্রেসক্লাবের উদ্যোগে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বুধবার জেলা পরিষদ ডাকবাংলো সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে ইফতারের পূর্বে উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মহিবুল্লাহ দেশ ও জাতির অগ্রগতি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় এমপি আবুল হাসনাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

দোয়া ও ইফিতার মাহফিলে মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান জসীম সরদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার সেলিম মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার রবার্টসন সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল হক মিয়া, এ্যাডভোকেট আবুল কাশের সরদার, সংবাদ প্রতিদিনের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম শওকত, জাতীয় শ্রমিক লীগ সভাপতি সোহেল ইমরোজ লিটন, গৌরনদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, পল্লী বিদ্যুৎ এজিএম মো. আনসার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/পিএস/জুলাই ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test