E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র ফেলে যাওয়া অস্ত্র ও গুলি ফেরত

২০১৫ জুলাই ১০ ১৫:৫১:৪৯
পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র ফেলে যাওয়া অস্ত্র ও গুলি ফেরত

সাতক্ষীরা প্রতিনিধি : শুক্রবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা  পাচার হওয়া গরু ধরতে এসে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের কয়েকজন গ্রামবাসিকে মারপিট করেছে। বিজিবি ও সীমান্ত গ্রামবাসির প্রতিরোধের মুখে ওই বিএসএফ সদস্যরা সোনাই নদীতে একটি নৌকা, একটি এসএলআর ও ২০ রাউণ্ড রাইফেলের গুলি ফেলে রেখে পালিয়ে গেছে।  এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে মাদরা সীমান্তের  শূন্য লাইনে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি’র মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রব জানান, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর ক্যাম্পের কয়েকজন বিএসএফ সদস্য শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে একটি স্পীড বোর্ড ও একটি দেশীয় নৌকা নিয়ে প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর আন্তজার্তিক সীমানা পিলার ১৩, সাব পিলার ৩ ও রিভার পিলার ১১ অতিক্রম করে বাংলাদেশের পারে চলে আসে।

তাদের মধ্যে দু’জন বিএসএফ সদস্য বাংলাদেশের ভুখণ্ডের মধ্যে ঢুকে ভারত থেকে পাচার করা গরু ধরার নামে গ্রামবাসিদের তাড়া করে। গ্রামবাসি তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। এত কয়েকজন গ্রামবাসি আহত হন। খবর পেয়ে মাদরা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ দ্রুত স্পীড বোর্ড নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা একটি নৌকায় রাখা এসএলআরসহ ২০ রাউণ্ড গুলি ফেলে যায়।

বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়েনর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকসি জানান, নৌকাসহ বিএসএফ এর ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাদরা সীমান্তের শূন্য লাইনে এক পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পাতাকা বৈঠকে বাংলাদেশে অনুপ্রবেশ করে সীমান্ত গ্রামবাসির উপর হামলার ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়। পরে বিএসএফকে এসএলআর ও ২০ রাউণ্ড রাইফেলের গুলি ফেরৎ দেওয়া হয়। কবে নৌকা পরে ফেরৎ দেওয়ার কথা জানানো হয়। এছাড়া সীমান্ত সুরক্ষা ও পাচার প্রতিরোধে উভয় দেশ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

পতাকা বৈঠকে ১০ সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও ১০ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন কল্যানী ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার।

(আরকে/এএস/জুলাই ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test