E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি অনুমোদন

২০১৪ মে ২০ ১৬:০৪:২৩
৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি অনুমোদন

স্টাফ রিপোর্টার : আগামী ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ৮০ হাজার ৩১৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার।

যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় বিশাল আকারের এই এডিপির অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, যে টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে তা যেন যথাযথভাবে ব্যয় হয়। সচিবদের আমি নির্দেশ দিচ্ছি তারা যেন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত হচ্ছে কিনা তা সরেজমিনে দেখেন।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অহেতুক বিলম্ব রোধ করা গেলে বাড়তি প্রকল্প ব্যয়ও রোধ করা যাবে। মনে রাখতে হবে আমরা যদি জনগণের ভাগ্য গড়ে দিতে পারি কেবলমাত্র তখনই আমরা সার্থক। আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এটা সম্ভব হলে ২০২১ নয় ২০১৯ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব।

অনুমোদিত এডিপির মধ্যে নিজস্ব তহবিল থেকে ৫২ হাজার ৬১৫ কোটি টাকা যোগান দেয়া হবে। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২৭ হাজার ৭০০ কোটি টাকা।

শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

(ওএস/এটিআর/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test